টিপ্পনী

খবর: (আলমডাঙ্গার পাঁচকমলাপুরে মিথ্যা বিয়ের প্রলোভনে দেহভোগ)

 

বিয়ের আগেই কম্ম করো পটাইয়া

হায়রে কপাল সমাজ দিলে চটাইয়া

এমন কী লাভ হলো বাপুÑ

আজব খবর রটাইয়া!

 

মনে মনে প্রেমের খেলা লাগাইয়া

পরের মেয়ে আনো তুমি ভাগাইয়া

খুলে নিলে মনে মনে

ফুলের মধু বাগাইয়া।

 

কী কারণে দিলে গাড়ি হাঁকাইয়া

ঘটনাকে খেচড়ি মাখান মাখাইয়া

এখন তুমি সাইজ হবাÑ

প্যাদানি আর ঘা খাইয়া।

 

-আহাদ আলী মোল্লা