ঝিনাইদহে ট্রাকচাপায় হেলপার নিহত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ট্রাকচাপায় অপর এক ট্রাকহেলপার নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে শহরের আরাপপুর রাবেয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাজিব হোসেন (২৩)। তিনি খুলনার চর রূপসা গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আরাপপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাবেয়া হাসপাতালের সামনে হেলপার রাজিব ভোর ৫টার দিকে তার ট্রাকের চাকা মেরামত করছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যশোরগামী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।