সালাহ উদ্দিন সভাপতি নাসির জোয়ার্দ্দার সাধারণ সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের দ্বিবার্ষিক নবনির্বাচিত কমিটির অভিষেক গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলী হোসেন সুপার মার্কেটে গ্রুপের প্রধান কার্যালয়ে অভিষেক অনুষ্ঠিত হয়। নব নির্বাচিতরা হলেন, সভাপতি মো. সালাহ উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক নাসির জোয়ার্দ্দার, যুগ্মসাধারণ সম্পাদক বদর উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক হাজী নাজমুল হক, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য এসএম আব্দুল মতিন, আমীর খসরু, আলম আলী ও মতিয়ার রহমান। নির্বাচিত এই পরিষদকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. এমএম মনোয়ার হোসেন ও অ্যাড. আব্দুল ওহাব উপস্থিত ছিলেন।