মাথাভাঙ্গা মনিটর: সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের প্রেমকাহিনীর মধ্যে সবচেয়ে আলোচিত হলো সালমান খান-কাটরিনার সম্পর্কটি। এ জুটির সম্পর্ক নিয়ে বিশ্ব মিডিয়ায় অসংখ্য সংবাদ পরিবেশিত হয়েছে অতীতে। তবে শুরু থেকেই ভাঙা-গড়ার মধ্যদিয়ে চলেছে তাদের সম্পর্ক। সালমান সবসময়ই চেয়েছেন কাটরিনার সাথে নিজের সম্পর্কটা চালিয়ে যেতে। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি, সংবাদ সম্মেলনে তেমনটাই শোনা গেছে সাল্লুর মুখে। কিন্তু কাটরিনা বিষয়টিতে পাকাপাকি সিদ্ধান্ত নিতে পারছিলেন না। আর তাই তো গত একটি বছরে সালমানও কাটরিনার থেকে দূরে সরে গেছেন অনেকটাই। এ সময়ে তাদের মধ্যে দেখাও খুব কম হয়েছে। ‘এক থা টাইগার’ ছবির প্রমোশনের সময়ই সর্বশেষ দেখা গিয়েছিলো তাদের একসাথে। এরপর দূরত্ব বাড়তে থাকে। আর সম্প্রতি একটি বলিউডভিত্তিক ওয়েবসাইটকে দেয়া প্রেম-বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে কাটরিনা সালমান সম্পর্কেও মন্তব্য করেন। এক্ষেত্রে কাটরিনা স্বীকার করেন যে তার সাথে এক সময় খুব ভালো সম্পর্ক ছিলো সাল্লুর। কিন্তু এখন আর সেই সম্পর্ক নেই। এখন সালমান কেবল বন্ধু। তার সাথে আবার সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনাও নেই বলে বক্তব্য দিয়েছেন এ শীর্ষ অভিনেত্রী। তার এ বক্তব্য নিয়ে বেশ হৈ চৈ পড়ে গেছে। বিশেষ করে মিডিয়াগুলো নড়েচড়ে বসেছে। কারণ, এর আগে সালমানের সাথে সম্পর্কের বিষয়ে কখনও মুখ খোলেননি তিনি। এড়িয়ে গেছেন সবসময়। সম্প্রতি দেয়া এ সাক্ষাৎকারে কাটরিনা আরও বলেন, সালমান আমাকে অনেক সহযোগিতাও করেছেন বলিউডে কাজ করার ক্ষেত্রে। অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। আমাদের সম্পর্ক অনেক গভীর ছিলো। কিন্তু এখন সে সম্পর্ক নেই।