দামুড়হুদা অফিস: গত দু দিনের অতি বর্ষণে দামুড়হুদা উপজেলার সদ্য বপনকৃত ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। নিচু জমিতে পানি জমে থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চলতি বছর চাষিরা আগেভাগেই ভুট্টার বীজ বপন শুরু করে। চাষিরা প্রায় ৫ থেকে ৬ হাজার হেক্টর জমিতে ভুট্টার বীজ বপন করে। এরই মধ্যে গত দু দিন ধরে ভারি বর্ষণ শুরু হয়। নিচু এলাকার জমিতে ভুট্টার বীজ সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। এসব জমিতে চাষিদের আবার নতুন করে ভুট্টার বীজ বপন করতে হবে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে কৃষি অফিসের মাঠকর্মীরা মাঠে নেমেছেন।