স্টাফ রিপোর্টার: নগরীর বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকায় জামায়াতকর্মীর বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় আটক স্বামী-স্ত্রীর জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন। পুলিশ দুজনকেই জেলহাজতে নেয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া দুজন হলো- সক্রিয় জামায়াতকর্মী আসাদউল্লাহ (৪০) এবং তার স্ত্রী আসমা উল হুসনা (২৩)। গত মঙ্গলবার রাতে ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা মরহুম আব্দুল লতিফের বাসায় তার ছেলে জামায়াতকর্মী নছরুল্লাহ’র কক্ষে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ওই বাসায় তল্লাশি চালিয়ে বেশকিছু বোমা ও হ্যান্ডগ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় নছরুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হলেও তার মেঝ ভাই আসাদউল্লাহ ও তার স্ত্রীকে আটক করে পুলিশ।