স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী ৮ নভেম্বর, যাতে অংশ নেবেন নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন চাকরিপ্রত্যাশী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় গতকাল বৃহস্পতিবার বলেন, সারাদেশে এক হাজার ৩৬২টি কেন্দ্রে সকাল ১০টা থেকে এক ঘণ্টা ২০ মিনিটের এ লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার হলে বই-পত্র, ব্যাগ, মোবাইলফোন, ক্যালকুলেটর, ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী নেয়া বা ব্যবহার করা যাবে না। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে না বলেও জানান রবীন্দ্রনাথ। প্রাক-প্রাথমিক শ্রেণিতে প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগে গত ২ জুলাই বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বাদে দেশের অন্য সব জেলা থেকে শিক্ষক নিয়োগ করা হবে।