মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি বৌদ্ধ মন্দির দেখে ফেরার পথে পর্যটকবহনকারী একটি বাস খাদে পড়ে গেলে ২১ জন যাত্রীর মৃত্যু হয়। পুলিশের কর্নেল সমদেত তোসাপোরন বলেন, আঁকাবাকা দুর্গম পাহাড়ি পথ দিয়ে চলার সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ ১৮ জন গুরুতর আহত হয়েছেন। যাত্রীরা বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং নিহতদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। বাসটির চালকের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ চালনার মাধ্যমে মৃত্যুর অভিযোগ আনা হবে বলে জানান তোসাপোরন। অভিযোগ প্রমাণিত হলে চালকের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পরে।