ঝিনাইদহে বিএনপি-জামায়াতের দু নেতা আটক

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর ও শৈলকুপা থেকে বিএনপি-জামায়াতের দু নেতাকে আটক করেছে পুলিশ। আজ ২৫ অক্টোবরকে সামনে রেখে জেলার ছয় উপজেলায় পুলিশি অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে এ আশঙ্কায় ঘোড়ামারা গ্রামের খেলাফত হোসেনকে তার নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে আটক করা হয়। তিনি ওই গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে। এদিকে জেলা বিএনপি জানিয়েছে, আটক খেলাফত সদর উপজেলা বিএনপির সহসভাপতি।

অন্যদিকে ঝিনাইদহ শহর শাখা শিবিরের সভাপতি ইবনুল ইসলাম পারভেজের পিতা স্কুল শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে পুলিশ। শৈলকুপা উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক জাহাঙ্গীর ঝিনাইদহ থানায় দায়েরকৃত পুলিশের ওপর হামলা মামলার পলাতক আসামি।