তাৎক্ষনিক কিছুক্ষণের কর্মবিরতির পর সিভিল সার্জনের হস্তক্ষেপ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাবেক আরএমও ডা. আলী হোসেনের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে সেবিকারা কিছুক্ষণের জন্য প্রতীকী কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতির খবর পেয়ে সাথে সাথে চুয়াডাঙ্গা সিভিল সার্জন উভয়কে ডেকে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
সিভিল সার্জনের নিকট অবশ্য উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ উত্থাপন করে বলে জানা গেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সদের একজন জানান, হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৩নং ওয়ার্ডে আলুকদিয়ার এক রোগী ভর্তি ছিলো। বেলা ১১টার দিকে ডা. আলী হোসেন ওই রোগীকে দেখতে কেবিনে যান। রোগী না পেয়ে তিনি কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স শাহানাজের নিকট রোগীর অবস্থান সম্পর্কে জানতে চান। সেবিকা রোগী কোথায় তা বলতে না পারলে চিকিৎসক ক্ষুব্ধ হন। এক পর্যায়ে আপত্তিকর উক্তিসহ রুখে যান সিনিয়র স্টাফ নার্স শাহানাজের দিকে। বিষয়টি নার্স সুপারভাইজার ফেরদৌস আরা গিনিসহ অন্যদের জানানো হলে তারা তাৎক্ষণিক কর্মবিরতি শুরু করে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। বিষয়টি জানার সাথে সাথে সিভিল সার্জন উভয়কে তার কার্যালয়ে তলব করেন। উভয়পক্ষের নিকট থেকে বিস্তারিত জানার পর তিনি চিকিৎসককে সতর্ক করে দেন এবং সেবিকাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য বলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।