চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

বিএনপি-জামায়াত জোটের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে। ঝিনাইদহে আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার বের করে লাঠি মিছিল। দেশব্যাপি বিএনপি জামায়াতের নৈরাজ্য ও আজ শুক্রবারের আল্টিমেটামের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। মেহেরপুরের গাংনীতেও আওয়ামী লীগ লাঠি মিছিল করেছে। হরিণাকুণ্ডু, আলমডাঙ্গা ও কার্পাসডাঙ্গাতেও মিছিল সমাবেশ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ গতকাল বৃহস্পতিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল বের করে। জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন দুদুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগ সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকন। জেলা ছাত্রলীগ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেখ শামসুল আবেদীন খোকন চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী আহম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর রহমান লাভলু, যুবক্রীড়া সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। সমাবেশে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন, অ্যাড. ফিরোজ আহমেদ, সাবেক আলমডাঙ্গা উপজেলা সভাপতি আয়ুব হোসেনসহ অনেকেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রিংকু হোসেন জোয়ার্দ্দার। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি বিএনপি-জামায়াত জোটের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন তরান্বিত করার কথা বলেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীতে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালবাজার বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। জামায়াত-শিবির ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, পৌর মেয়র আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী, হাজি মহসিন আলী, উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবের সভাপতি আশিকুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মানিক আহম্মেদ ও সাধারণ সম্পাদক ইমরান হাবীবসহ নেতৃবৃন্দ।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আজ শুক্রবার আল্টিমেটামের প্রতিবাদে ঝিনাইদহে লাঠি মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরের এইচএসএস সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে মিছিলে অংশ নেয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশ করে নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সভাপতি মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর  রহমান, যুগ্মসাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস, আওয়ামী লীগ নেতা আক্কাচ আলী, মাহমুদুল ইসলাম ফোটন, রশিদুল ইসলাম, যুবলীগ নেতা নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম, বিশ্বজিত সাহা মিথুন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আগামীকাল বিএনপি-জামায়াত যেখানেই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। এছাড়া ঝিনাইদহের রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন।

হরিণাকুণ্ডু প্রতিনিধি জানিয়েছেন, এ প্রতিবাদে হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপজেলা দোয়েল চত্বর মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মশিউর রহমান জোয়ার্দ্দার। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ যুগ্মআহ্বায়ক উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিক, যুগ্মআহ্বায়ক বিশারত আলী, আওয়ামী লীগ নেতা আমিরুজ্জামান পলাশ চৌধুরী, পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু, দলের পৌর সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শহিদুল ইসলাম শিলু, ছাত্রলীগ সভাপতি রাজু আহাম্মেদ, সাধারণ সম্পাদক রিগ্যান আলী, শ্রমিকলীগ নেতা আব্দুল হান্নান, বঙ্গবন্ধু যুব পরিষদের আহ্বায়ক কামাল হোসেন, যুগ্মআহ্বায়ক আতিয়ার রহমান চাঁদ প্রমুখ।

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। প্রতিবাদ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করে। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুণ, যুগ্মসাধারণ সম্পাদক ইয়াকুব আলী, আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, রাজা মিয়া, শরিফুল ইসলাম, প্রশান্ত অধিকারী, সমির কুমার দে, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইন্দ্রজিৎ শর্মা, তবারক হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম, মহত আলী, জাহাঙ্গীর হোসেন, রবিউল ইসলাম, পিয়ার মোহাম্মদ কচি, জান মোহাম্মদ, আহসান মৃধা, যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম স্বপন, টগর, সোনাহার, আব্দুল গাফফার, মনা, ছাত্রলীগ নেতা তপন, তামীম, মিডেল, সোহেল, পাপ্পু, আনারুল, রাসেল, বখতিয়ার প্রমুখ।

অপরদিকে আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে জরুরি বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক খবির উদ্দিনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আ.লীগের সম্পাদিকা আনজিরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন ওয়াজেদ আলী, ডা. আনিসুর রহমান, নাহিদ হোসেন, ওয়াজেদ আলী, আনিসুর রহমান, মকবুল হোসেন, আবু মোনায়েম, আফজাল, টুটুল, তরিকুল ইসলাম, আব্দুল মান্নান, আজিবার মেম্বার, মসলেম, নেকবার, ছয়ফল, শরিফুল, রবিউল প্রমুখ। সভা শেষে ৫১ সদস্য বিশিষ্ঠ প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্পাসডাঙ্গা ঈদগামাঠে অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত সমাবেশ। ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাজেদুল বিশ্বাস মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আব্দুল কাদের হিরক, রানা, মিলন, বাপ্পী, লিটন, রতন বিশ্বাস, খালিদ, দীপু, আলমগীর, জামাল, আবু বক্কর প্রমুখ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি আরো জানিয়েছেন, গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী ভাষণকে স্বাগত জানিয়ে দামুড়হুদার কার্পাসডাঙ্গা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে কার্পাসডাঙ্গায় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্পাসডাঙ্গা হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সভা। ইউনিয়ন আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শওকত আলী তরফদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহসভাপতি সহিদুল হক, সাংগঠনিক সস্পাদক সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টো, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, আ.লীগ নেতা ঝন্টু, শহিদুল, ভুট্টো, করিম, রবিউল, কাদের, জলিল, লোকমান আলী হালসোনা, মিঠু বিশ্বাস, শওকত আলী, সবুর আলী, মুনছুর আলী, যুবলীগ নেতা আ. সালাম বিশ্বাস, সাবেক জিএস আব্দুল হামিদ, হাসমত আলী, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা মিঠু বিশ্বাস, মুসা করিম, রতন, রানা, শিরিন, জামাল প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর শহর ছাত্রলীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর শহরে প্রতিবাদ পথসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মেহেরপুর শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কুদরত ই কুদা রুবেল প্রমুখ। এর আগে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন ও শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে ছাত্রলীগ নেতা জুলফিকার, সাইদুর রহমান, রাজু, সাগর, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফাহিম ফেরদৌস কলিং, সাধারণ সম্পাদক তারিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর পিকনিক স্পটে মুজিবনগর উপজেলা যুবলীগের উদ্যোগে প্রস্তুতিসভার আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁন্দুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষকলীগের সহসভাপতি মনিরুজ্জামান টিটু, বঙ্গবন্ধু সৈনিকলীগের আহ্বায়ক জাহিদ হাসান রাজিব, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ মিসকিন, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি তুহিন, মুজিবনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, সহসভাপতি সম্রাট প্রমুখ।