গাংনীর বাওটে ৱ্যাবের মাদকবিরোধী অভিযান
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বহুল আলোচিত হেরোইন সম্রাজ্ঞী সামিয়ারা বেগমকে (৪০) আটক করেছে ৱ্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি থেকে ৬ দশমিক ২০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। একই সাথে তার সহযোগী হেরোইন ব্যবসায়ী ধর্মচাকী গ্রামের চাঁদ আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে (৩২) আটক করে ৱ্যাব। সামিয়ারা বেগম বাওট গ্রামের বেদ আলীর স্ত্রী।
ৱ্যাব-৬ গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়ের সঙ্গীয় সদস্যদের নিয়ে সামিয়ারা বেগমের বাড়িতে অভিযান চালায়। সেখানে হেরোইন বেচাকেনা চলছিলো। ৱ্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় হেরোইনসহ ধরা পড়ে সামিয়ারা ও জাহাঙ্গীর। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে ৱ্যাব জানিয়েছে। তাদেরকে মামলাসহ গাংনী থানায় সোপর্দের প্রক্রিয়া চলছিলো।
এদিকে একই অভিযান দল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরপুর শহরের উপকন্ঠে চুয়াডাঙ্গা-মেহেরপুর প্রধান সড়কের উত্তর পার্শ্বের একটি পুরাতন ভবনে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে।