স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
এলাকাবাসী জানায়, স্থানীয় বিএনপি সমর্থিত শামসুদ্দিন মাস্টার ও আওয়ামী লীগ সমর্থিত জালাল উদ্দিন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে বৃহস্পতিবার ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয়গ্রুপের ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষেরে অর্ধশতাধিক বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।