মেহেরপুর অফিস: কবর জিয়ারত, দোয়া ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গতকাল বুধবার মেহেরপুর ৫ রোভারের ১৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সকালে মেহেরপুর পৌর কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া করা হয়। পরে মেহেরপুর সরকারি কলেজ মসজিদে কোরআন তেলাওয়াত করা হয়। উপস্থিত ছিলেন জেলা রোভারের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ রমজান আলী, সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক মাসুদুল হাসান ও মরহুম ৫ রোভারের পিতাসহ স্বজনরা। এছাড়া নিহতের পরিবারের উদ্যোগে বাড়িতে বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৩ অক্টোবর ৯ম এশিয়া প্যাসিফিক ও ৭ম রোভার মুটে সিলেটের লাক্কাতুরা যাওয়ার পথে ঢাকার ধামরাইয়ে এক সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের ৫ রোভার নিহত হন।