মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার দারিয়াপুর নাইট বার্ড ক্লাবের উদ্যোগে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেছে। গতকাল বুধবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় আশরাফপুর স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে গাংনী উপজেলার করমদী একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের মিলন একাই ৩টি গোল করেন। টুর্নামেন্টে আশরাফপুর স্পোর্টিং ক্লাবের মিলন ম্যান অব দ্য ম্যাচ মিলন ও সর্বোচ্চ গোলদাতা একই একই ক্লাবের রাজু নির্বাচিত হন।
খেলা শেষে মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দারিয়াপুর নাইটবার্ড ক্লাবের সভাপতি হাসান কুতুবুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম। পুরস্কার হিসেবে বিজয়ী দলকে বড় ও ছোট গরু প্রদান করা হয়।