স্টাফ রিপোর্টার: খুলনা নগরীতে এক পিক-আপ চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে নিরালা পুলিশ ফাঁড়ি এলাকায় রনি (২২) নামের ওই যুবকের ওপর হামলা চালায়। গতকাল বুধবার ভোরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। রনির পিতা মো. আব্দুর রহিম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রনিকে এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করে। এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।