স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গতকাল বুধবার সকালে চরমপন্থি দলের এক সাবেক সদস্যের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আতিয়ার লস্কর (৩৫) উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মতলেব লস্করের ছেলে। তিনি একসময় চরমপন্থি দলের সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে। কুমারখালী থানার ওসি রাম প্রসাদ ভদ্র জানান, সকাল ১০টার দিকে যদুবয়রা ইউনিয়নের ধরমপাড়ায় একটি ধানক্ষেতে আতিয়ারের লাশ পাওয়া যায়। স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, গত মঙ্গলবার রাত ৮টার দিকে খাবার খেয়ে বাড়ির বাইরে বের হন আতিয়ার। এরপর আর বাড়ি ফেরেননি।