স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিকনেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের সভাপতি মোহাম্মদ শাহজাহান’র ২১তম মৃত্যুবার্ষিকী। জেএসডির চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক মরহুমের সহোদর তৌহিদ হোসেন জানান, মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা ওয়াপদা জামে মসজিদে আজ বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সকালে ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে জেএসডি, অন্যান্য শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুলদিয়ে শ্রদ্ধা জানাবে। বিকেল ৩টায় জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আ.স.ম আব্দুর রব। আগামী শুক্রবার বাদ আসর মরহুমের ঢাকাস্থ আইজি গেটের বাস ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতীয় শ্রমিকলীগ ও শ্রমিকজোটের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের বিশেষ দূত হিসেবে বিশ্ব জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া তিনি আইএলওর টিচার্স ফেলো হিসেবে অসামান্য অবদান রাখেন। চুয়াডাঙ্গার কৃতী সন্তান মোহাম্মদ শাহজাহান ১৯৮৮ সালে চুয়াডাঙ্গা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।