ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা হাউসপুর গ্রামের নাসির আলী ও জগন্নাথপুর গ্রামের আশরাফুলকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল বুধবার আলমডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে একটি ব্যাগসহ তাদেরকে আটক করা হয়। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ পুলিশ তা স্পষ্ট করে বলছে না। আটক দুজন সাংবাদিকদের জানায় ১৭ বোতল ফেনসিডিলসহ তাদেরকে থানায় ধরে আনা হয়। তবে পরবর্তীতে এ কথা তারা আর বলেনি। দেনদরবার সম্পন্ন না হওয়ায় তাদেরকে গত রাতেও থানা কাস্টডিতে আটক রাখা হয়।
জগন্নাথপুর গ্রামের ওয়াজ আলীর ছেলে আশরাফুল (২৬) ও হাউসপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে নাসির আলী (৩০) সকাল ৮টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলো। এ সময় একটি ব্যাগসহ থানার এসআই টিপু সুলতান তাদেরকে আটক করে থানায় আনেন। দিনভর তাদেরকে আটকে রাখা হয়। পরে আটক দুজন জানায়, তাদের কাছে ১৭ বোতল ফেনসিডিল ছিলো। তবে এক পর্যায়ে তাদের সাথে আর্থিক দেনদরবারের পর আটক দুজন তাদের বক্তব্য আর পুনরাবৃত্তি করেনি। গতরাতেও থানায় আটক ছিলো তারা। কী কারণে তাদেরকে আটক করা হয়েছে তাও স্পষ্ট করে বলেননি এসআই টিপু সুলতান।