মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভোলগোগ্রাদ শহরে একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। রাশিয়ার গোলযোগপূর্ণ উত্তর ককেশাস অঞ্চলের বাইরে প্রায় তিন বছরের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। ভোলগোগ্রাদ শহরে একটি যাত্রীবাহী বাসে দুপুর ২ টার দিকে একটি অজানা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটে। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।