খালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজারের রামুতে নবনির্মিত বৌদ্ধ মন্দিরগুলো পরিদর্শন করেছেন ভারতীয় বিচারপতি শ্রী প্রতাপ দে। বুধবার বেলা ১২ টার দিকে শ্রী প্রবাপ দের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রামুতে পৌঁছে রামু সহিংসতার পর পুনঃনির্মিত বৌদ্ধ মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখেন। ওই প্রতিনিধি দলে ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের আপিল বোর্ডের সচিব মোঃ আবু তালেব, ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, রামু কেন্দ্রীয় সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুণ বড়–য়া, শ্রীকুল মৈত্রী বিহারের সাধারণ সম্পাদক মাষ্টার সুগত রঞ্জন বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি (যুব) রামুর সভাপতি সুরেশ বড়–য়া বাঙ্গালী প্রমূখ।
ভারতীয় বিচারপতি শ্রী প্রতাপ দে’র স্বপরিবারে কক্সবাজার ভ্রমণের অংশ হিসেবে রামুর বৌদ্ধ মন্দির পরিদর্শনে আসেন। তিনি দৃষ্টিনন্দন রামু কেন্দ্রীয় সীমা বিহার, শ্রীকুল মৈত্রী বিহার, উ.মংরি লালচিং বৌদ্ধ বিহার, সাদাচিং, অপর্ণা চরণ বৌদ্ধ বিহার, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন শেষে দুপুর দেড়টার দিকে রামু ত্যাগ করেন।