মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দলে ফিরেছেন। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি মাসুদ অরুন। এ সময় তিনি তার বক্তব্যে সকল ভেদাভেদ ভুলে মেহেরপুর বিএনপির সকল নেতাকর্মীকে এক হয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে বর্তমান জুলুমবাজ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, যুগ্মসম্পাদক এমএকে খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা জামায়াতের আমির মাও. রুহুল আমীন, বিএনপি নেতা আবু সুফিয়ান হাবু প্রমুখ।