স্টাফ রিপোর্টার: অনেক দিন ধরেই আলোচনা ছিলো দু মহাসচিবের সংলাপ নিয়ে। নির্বাচনকালীন সরকার নিয়ে তারা বসবেন, কথা বলবেন, চিঠি দেবেন এমন আলোচনাও ছিলো। গতকাল কথা বলেছেন দুজনে। চিঠিও দিয়েছেন একজন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন। মির্জা ফখরুলের পাঠানো চিঠি গ্রহণ করেছেন সৈয়দ আশরাফ। চিঠি পেয়ে তিনি ফোন করেছেন মির্জা ফখরুলকে। একজন আলোচনার প্রস্তাব দিয়েছেন। অন্যজন আশ্বাস দিয়েছেন। গতকাল দিনভর আলোচনায় ছিলো এ দু নেতার ফোনালাপ আর চিঠির বিষয়।