মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে ট্রেনে বোমা হামলায় অন্তত ৫ যাত্রী নিহত এবং ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে প্রাদেশিক রাজধানী কোয়েটায় যাচ্ছিলো। বোমা বিস্ফোরণে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে বিধ্বস্ত হয়। প্রাদেশিক সরকারের কর্মকর্তা আসাদ জিলানি বলেন, দৃশ্যত রেলরাইনে বিস্ফোরক পাতা ছিলো। বিস্ফোরণে কয়েক ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। ট্রেনের বেশির ভাগ যাত্রীই ঈদের ছুটি কাটিয়ে কোয়েটায় ফিরছিলো। হামলার জন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। তবে পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশটি তালেবানরা ছাড়াও বিভিন্ন নিষিদ্ধ জাতিগোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের আস্তানা।