মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর জেলা প্রতিনিধি ঃ
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় ডিবি পুলিশের হাত থেকে আসামী ছিনতাই হওয়ার ঘটনায় ৫০ হাজার টাকায় মিমাংসা হওয়ার ঘটনা ঘটেছে। ছিনতাইকৃত আসামীটি হলো সদর উপজেলা কুতইর বাজার এলাকার ভালু মোহাম্মদের পুত্র মান্নান (৪৫)।
জানাযায়, গত ১৯ অক্টোবর বিকেলে ডিবি পুলিশের এসআই রাজুর নেতৃত্বে একটি দল সদর উপজেলার কুতইর বাজার এলাকায় অভিযানে গেলে ভারতীয় ও বিদেশী বিদেশী মদ বিক্রিকালে হাতে নাতে মান্নানকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০টি ফ্যামিলি সাইজের ভারতীয়সহ বিদেশী মদের বোতল উদ্ধার করে। পরে মান্নানের সহকর্মীরা ডিবি পুলিশের এসআই রাজুকে মারধর করে আটকৃত মাদক ব্যবসায়ী মান্নানকে ছিনিয়ে নিয়ে যায়। মান্নানকে নিয়ে গেলেও উদ্ধারকৃত মদ নিয়ে যেতে পারেনি। এঘটনায় ডিবি এসআই রাজু কিছুটা আহত হয়। পরে এবিষয়ে গত ২৩ অক্টোবর সকালে এসআই রাজু ও তার সঙ্গীরা ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করে। ডিবি পুলিশ একের পর একটি নেক্কারজনক ঘটনা ঘটিয়ে চলছে অথচ উর্দ্ধতন কর্মকর্তারা কি করছে প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মানুষের মনে।