ঝিনাইদহের সাধুহাটি আইনশৃঙ্খলা বিষয়ক অনুষ্ঠানে জেলা প্রশাসক

ছেলেমেয়েদের স্কুলগামী করতে পিতা-মাতারা আন্তরিক হোন

 

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদরে সাধুহাটিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় ঝিনাইদহ জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. জুলকার নায়নসহ উপস্থিত ছিলেন প্যালেন চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপির সকল সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিগণ। সভায় জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, বর্তমান শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষৎ। তাই ছেলে-মেয়েদের স্কুলগামী করতে হবে। বর্তমান অবস্থায় শিক্ষা, আইনশৃঙ্খলা ও সর্বপ্রকার সন্ত্রাস নাশকতা প্রতিরোধের ব্যাপারে সামাজিকভাবেই আপনাদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সামাজিকব্যাধি বাল্যবিয়ে, যৌতুক, ঘুষ দেয়া-নেয়া, চাঁদাবাজি অপহরণ, ধর্মের নামে উষ্কানিমূলক বক্তব্য এ সব কিছুর বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলা ও সেইসাথে নারীদের অগ্রাধিকার দিয়ে তাদেরকেও পুরুষের পাশাপাশি সমাজে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় উপস্থিত একাধিক ব্যক্তি সাধুহাটির ভূমি অফিস কর্মকর্তা মুক্ত সাহেবের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ও তাকে সাধুহাটির ভূমি অফিস থেকে আশু অনত্র বদলির ব্যাপারে জেলা প্রশাসকের নিকট দাবি জানান।