ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শৈলকুপার পৌর বিএনপির সহসভাপতি সাবেক কমিশনার আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে শহরের কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আজাদ শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে।
পুলিশ বলেছে, নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আগামী ২৫ অক্টোবর নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য দেশীয় অস্ত্রশস্ত্র জড়ো করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ওই বিএনপি নেতাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে দুটি রামদা, একটি ছোরা, পাঁচটি ঢাল, চারটি সড়কি ও একটি বল্লম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।
এদিকে শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এমএ ওহাব এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আটক বিএনপি নেতার মুক্তি দাবি করেছেন। তিনি বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের ওপর দমন পীড়নের জন্য এটি ক্ষমতাসীন দলের একটি সাজানো নাটক।