ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে বাসের হেলপার কোরবান আলী (৩৫) নিহত ও ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কুলচারা বর্ষা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোরবান আলী কুষ্টিয়া শহরের চৌড়হাস কলোনির বাসিন্দা।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস শৈলকুপা উপজেলার কুলচারা বন্যা ফিলিং স্টেশনের নিকট পৌঁছালে ফিলিং স্টেশনটিতে অপেক্ষামাণ একটি ট্রাকের পিছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে শামিমুর রহমান, উত্তম ঘোষ, খলিলুর রহমান, আফরোজা বেগম ও আলপনা খাতুনকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পুলিশ বাস ও ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে।