ঝিনাইদহের মহেশপুরে জামায়াত কর্মীদের হামলায় দু পুলিশ সদস্য আহত

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে জামায়াত কর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন দু পুলিশ সদস্য। গতকাল মঙ্গলবার ভোররাতে জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমানকে ধরতে গিয়ে উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, গতকাল ভোররাতে চৌগাছা থানার এএসআই খালেদসহ দু পুলিশ সদস্য চৌগাছা উপজেলার ফাঁসতলা এলাকা থেকে জামায়াত নেতা মতিয়ার রহমানকে আটকের জন্য তার মোটরসাইকেলের পিছু নেয়। পরে মতিয়ার রহমান মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের ভেতর ঢুকে পড়লে পুলিশ তাকে আটকের চেষ্টা করে। এ সময় মালাধরপুর গ্রামের জামায়াত কর্মীরা দু পুলিশ সদস্যকে পিটিয়ে গুরুতর ভাবে আহত করে। মহেশপুর থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।