স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট মো. ফারুক হোসেন (৫২) আর নেই। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……. রাজেউন)। সোমবার রাতে ফারুক হোসেন আকস্মিক বুকে ব্যাথা অনুভব করেন এবং সদর হাসপাতালে ভর্তি হন। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ তার স্বজনেরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।