বদরগঞ্জ প্রতিনিধি: ১৮ দলের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে বদরগঞ্জ আওয়ামী লীগ। গ্রাম পর্যায়ে আওয়ামী লীগ কর্তৃক প্রতিরোধ কমিটি গড়ার পাশাপাশি আগামী ২৫অক্টোবর বিএনপির কর্মসূচি কেন্দ্র করে সারাদেশের মতো বদরগঞ্জ এলাকায় নাশকতা মূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটলে তার প্রতিরোধ করতে মাঠে থাকবে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা বদরগঞ্জ বাজার শাখা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। বদরগঞ্জ বাজার শাখার আওয়ামী লীগের সভাপতি মো. রফিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন টাইগার, সাইফুল ইসলাম স্বপন, বদরগঞ্জ বাজার শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, হায়দার আলী, কুতুবপুর ইউপি প্যালেন চেয়ারম্যান মমিনুল ইসলাম, মোহাম্মদ আলী মিয়া, আতিয়ার রহমান মোল্লা, ইলাহী মোল্লা, আজাদ রহমান, রফিকুল ইসলাম, উসমান আলী, আসিফ রহমান, মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন প্রমুখ।