গাংনী প্রতিনিধি: পরস্ত্রীর সাথে গ্রামের জামাইয়ের পরকীয়া এ কানাকানির বিষয়টি সংঘর্ষের রুপ নিয়েছে। এতে তিনজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর গাংনী উপজেলা কাষ্টদহ গ্রামে। আহত দুজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহতসূত্রে জানা গেছে, কাষ্টদহ গ্রামের আনারুল ইসলামের স্ত্রীর সাথে প্রতিবেশী জিম্বার আলীর জামাই ওহিদ আলীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন রটে। গতকাল মঙ্গলবার একই পাড়ার ওহাব আলীর ছেলে আজহারুল ইসলাম এ ঘটনাটি রটিয়েছেন বলে অভিযোগ করেন আনারুল ও তার পরিবার। এ নিয়ে তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে হামলার রূপ নেয়। আজহারুল ও তার ভাই মাইদুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে প্রথমে আনারুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী এবং ছেলের ওপর হামলা করে। আনারুল পক্ষও পাল্টা আঘাত করে। আনারুল ও তার স্ত্রীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী আনারুল। আনারুল জানিয়েছেন, সামাজিকভাবে হেয় করার জন্যই তাদের নামে এ কুৎসা রটানো হচ্ছে।