মাথাভাঙ্গা অনলাইন : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ধরমপাড়া এলাকার মাঠের ভেতর থেকে আতিয়ার লস্কর (৩৫) নামে এক চরমপন্থি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আতিয়ার লস্কর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মতলেব লস্করের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে আতিয়ার লস্কর খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এর পর তিনি আর বাড়ি ফিরে আসেননি। বুধবার সকালে ধরমপাড়া মাঠের ভেতরে একটি ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ দত্ত জানান, আতিয়ার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের সদস্য ছিলেন। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তা এখনও সুস্পষ্ট নয়।