আলমডাঙ্গায় আলমসাধু উল্টে দুজন আহত

 

স্টাফ রিপোটার: আলমডাঙ্গার মহেশপুরে আলমসাধু উল্টে চালকসহ দুজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে আলমডাঙ্গা-ভালাইপুর  সড়কে মহেশপুর মোড়ে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত হয়। আহত দুজন ভোগাইলবগাদি গ্রামের মৃত বিশু মল্লিকের ছেলে ইয়াকুব আলী (৫৫) ও হেদায়েত আলীর ছেলে শাকিল (১৭)। তারা আলমসাধুযোগে ভাংবাড়িয়ায় যাওয়ার পথে দুর্ঘনার কবলে পড়ে। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।