আঠারখাদার ক্যান্সার আক্রান্তের চিকিৎসার্থে টরিকের অনুদান প্রদান

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার আঠারখাদা গ্রামের হাসান আলী (২২) ক্যান্সার আক্রান্ত। সে মৃত রবজেল বিশ্বাসের ছেলে। তাকে চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকার অনুদান দিয়েছেন চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার কৃতি সন্তান সিঙ্গাপুর প্রবাসী হাজি সাহেদুজ্জামান টরিক।

টরিকের প্রদত্ত অনুদান গতকাল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাড়াদী ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন, শিক্ষক নূরুল ইসলাম, মো. আলতাফ হোসেন বিশ্বাস, শফি উদ্দীন, বুলবুলী আহম্মেদ, ইমদাদুল হক প্রমুখ। বাড়াদী ইউপি চেয়ারম্যান এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন, হাসান আলী দরিদ্র পরিবারের সন্তান। তাকে দেশে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। এ জন্য প্রয়োজন অনেক টাকা। টাকা সংগ্রহের জন্য বাড়াদী ইউনিয়ন পরিষদে একটি তহবিল পরিচালনা করা হচ্ছে। যে কেউ চেয়ারম্যান/সচিব বাড়াদী ইউনিয়নে অনুদান প্রদান করতে পারেন। চিকিৎসার্থে সহযোগিতা করার জন্য সকলের নিকট অনুরোধ জানানো হয়েছে।