কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পিতলের মূর্তি রং করে সোনার মূর্তি বলে প্রতারণা করে বিক্রি করার সময় দুজনকে আটক করেছে র্যাব। ঝিনাইদহ র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি হারুন জানান, গতকাল সোমবার ভোরে গোপন সংবাদের ভিক্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মেন বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলার ফরিয়াদকাঠি গ্রামের আক্তার মুন্সির ছেলে সেলিম মুন্সি ও পারখিদ্দা গ্রামের তোরাব শেখের ছেলে পাভেল শেখকে আটক করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।