গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের একটি বালির গাদা থেকে বোমা সাদৃশ্য দুটি বস্তু ও ১শ গ্রাম গুঁড়ো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে ধলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
সাইদুর রহমান জানিয়েছেন, রামকৃষ্ণপুর ধলা গ্রামের পল্লি চিকিৎসক হকছেদ আলীর বাড়ির পার্শ্ববর্তী স্থানে কয়েক সন্দেহভাজন লোকের আনাগোনা দেখে পুলিশে খবর দেয়া হয়। সেখানে বালি সরিয়ে ভেতর থেকে বোমা সাদৃশ্য দুটি বস্তু ও ১শ গ্রাম গুঁড়ো গাঁজা উদ্ধার করা হয়। হকছেদ আলীকে ফাঁসাতে কেউ এগুলো রেখে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।