গাংনী প্রতিনিধি: বিরোধী দল বিএনপির কর্মসূচি মোকাবেলায় আজ থেকে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন মেহেরপুর গাংনীর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে এক সমাবেশে এ ঘোষণা দিয়ে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নিতে বলা হয়েছে। গ্রামে গ্রামে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানানো হয়েছে। আওয়ামী লীগ নেতা হাজি মহসিন আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, আওয়ামী লীগ নেতা পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সরওয়ার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পদাক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা যুবলীগের যুগ্মসম্পাদক সোহেল আহম্মেদ, উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক মজিরুল ইসলাম ও ইয়াছিন রেজা। বক্তব্য রাখেন ধানখোলা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ সোহাগ, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তোহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি মানিক আহম্মেদ, সাধারণ সম্পাদক ইমরান হাবীব, কলেজ ছাত্রলীগ সভাপতি রতন, সাধারণ সম্পাদক উজ্জ্বল ও ছাত্রলীগ নেতা সিপুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতির শুভেচ্ছা বক্তৃতায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের তীব্র সমালোচনা করেন হাজি মহসিন আলী। অনুষ্ঠানে গজারিয়া হেমায়েতপুর গ্রামের কিছু বিএনপি সমর্থক আওয়ামী লীগে যোগদান করেন। সমাবেশ শেষে একটি শোভযাত্রা গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।