স্টাফ রিপোর্টার: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়োপযোগী নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেয়ার জন্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয় থেকে তাৎক্ষণিক বিএনপির অভিনন্দন মিছিল চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ অভিনন্দন মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এম. জেনারেল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান বুলা, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মজিবুল হক মালিক মজু, সাংগঠনিক সম্পাদক নাজমুস সালেহীন লিটন, যুগ্মসম্পাদক রবিউল ইসলাম লিটন, দামুড়হুদা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুশীল কুমার দাস, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, মকলেছুজ্জামান মকলেছ, মুকুল জোয়ার্দ্দার, আরিফুজ্জামান পিন্টু, মামুন রেজা সবুজ, আতিয়ার রহমান লিটন, তৌফিকুজ্জামান তৌফিক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ তালহা, যুগ্মআহ্বায়ক রাজীব খান, সুজন মালিক প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।
এদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যকে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল একাংশের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় কোর্টমোড় থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শাহাজাহান খান। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক ফিরোজ সরোয়ার রোমান। সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদুল হক মাসুদের পরিচালনায় অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক তানভীর আহাম্মেদ রাজিব, জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, জেলা তরুণদলের আহ্বায়ক মাবুদ সরকার প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বেগম খালেদা জিয়ার বক্তব্যকে স্বাগত জানিয়ে গতকাল সোমবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বাজার, যতারপুর প্রাইমারি স্কুল ও মহাজনপুর বাজার প্রাঙ্গণে মেহেরপুর জেলা বিএনপি আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন।
মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে আনন্দ মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেন, জনগণের আকাঙ্খা অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী বক্তব্যে সঙ্কট নিরসনের এবং একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বন্ধ দুয়ার খুলে দেবে। যা দেশবাসীর দীর্ঘ দিনের প্রত্যশা পূরণে ঐতিহাসিক ভূমিকা রাখবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, যুগ্মসম্পাদক এম.এ.কে খায়রুল বাশার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কামরুল হাসান, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেখ সাঈদ আহমেদ সাঈদ, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আহসান হাবীব সোনা, বিএনপি নেতা আবু সুফিয়ান হাবু, মওলা বকস বেবী, আশরাফুল হক কালু, মেহেদী হাসান রোকন, আশরাফুল হক সাবু, ছাত্রনেতা আহমেদ রাজিব খান, সোহেল হোসেন প্রমুখ।