চলন্ত ট্রেন থেকে যাত্রীদের ঝাপ : কয়েকজন আহত
গাইদঘাট প্রতিনিধি: খুলনাগামী মহানন্দা ট্রেনে আগুন লাগার কারণে ঝাপ দিয়ে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পরে ট্রেনের চালক বিষয়টি জানতে পেরে ট্রেন থামিয়ে দেন। এ সময় আধাঘণ্টা যাবত ট্রেন থেমে থাকে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার গাইদঘাট-জয়রামপুর রেলস্টেশনের মাঝামাঝি ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফলকের কাছে।
জানা গেছে, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি গতকাল সোমবার বেলা ২টার দিকে গাইদঘাট-জয়রামপুর স্টেশনের মাঝামাঝি দুর্ঘটনা কবলিত স্মৃতি ফলকের কাছে পৌঁছুলে ট্রেনের একটি বগিতে আগুন লাগে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী জানালা ও দরজা দিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাপ দিয়ে আহত হন। এ পরিস্থিতির সময় ট্রেনের চালক বিষয়টি টের পেয়ে ট্রেন থামিয়ে ফেলেন। ট্রেন এ স্থানে আধাঘণ্টা থেমে থাকে। ট্রেনের আগুন নিভে গেলে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। প্রসঙ্গত, ১৯৭৯ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি গাইদঘাট ও জয়রামপুর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এতে কয়েকশ’ যাত্রী হতাহত হন। এ দুর্ঘটনায় নিহতদের স্মরণে পরবর্তীতে একটি স্মৃতি ফলক নির্মাণ করা হয়।