মেহেরপুরের রাজাপুরে ছিনতাইকারীদের কবলে সেনা সদস্য

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর সড়কে গতরাত ৮টার দিকে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক সেনা সদস্য। তার বাড়ি রাজাপুর গ্রামে। রাতেই তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ৮টার দিকে আব্দুল কুদ্দুস মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে বাড়ি ফিরছিলেন। যাদবপুর-রাজাপুর সড়কের গোরস্থানের নিকট পৌঁছুলে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। মোটরসাইকেল ছিনিয়ে নিতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে আব্দুল কুদ্দুসের ডান হাতে গুরুতর আঘাত লাগে। তবে মোটরসাইকেল কিংবা কোনো মালামাল ছিনিয়ে নিতে পারেনি ছিনতাইকারীরা। পরে আব্দুস কুদ্দুস মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনি ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন।