মেহেরপুর অফিস: ভারতে পাচারকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে এক হাজার কেজি পটলসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার দুপুর ১টার দিকে সীমান্তের ১১৭ নং মেন পিলারের ২ নং সাব পিলার এলাকায় বুড়িপোতা বিজিবি ক্যাম্প সদস্যরা অভিযান চালায়। আটককৃতরা হচ্ছে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের বরকত আলী (৩৮), শালিকা গ্রামের মফিজুল ইসলাম (৩২) ও একই গ্রামের আমিনুর রহমান (৩৭) এবং বুড়িপোতা গ্রামের মাসুদ রানা (২৬)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বুড়িপোতা কোম্পানি কমান্ডার এনামুল হক জানিয়েছেন, স্যালোইঞ্জিনচালিত ৩টি যানযোগে (নসিমন) এক হাজার কেজি পটল ভারতে পাচার করা হচ্ছিলো। সীমান্তের ২শ গজ এলাকার মধ্য থেকেই চার জনকে পটলসহ আটক করা হয়। ওই চার জনের নামে চোরাচালান প্রতিরোধ আইনে সদর থানায় মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।