মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যুবাদের বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্যাচ জিতে ৭ ম্যাচের সিরিজে ৩-৩-এ সমতায় ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচে হারের পর ব্যাট-বলে দারুণ লড়াই করে পরের তিন ম্যাচে টানা জয় তুলে নিয়েছিলো বাংলাদেশ। কিন্তু পঞ্চম ও গত শনিবারের ষষ্ঠ ম্যাচে হেরে আজ সোমবারের ম্যাচ সিরিজ নির্ধারণীরুপে অবিসম্ভাবী করে তুলেছে সফরকারীরা। গত শনিবার গায়ানার অ্যালবিয়ন স্পোর্টস স্টেডিয়ামে ষষ্ঠ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৩৬ রানের জয় পেয়েছে স্বাগতিকরা।
টসে জিতে ব্যাট করতে নেমে হেটমেয়ার ও ফ্যবিয়ান অ্যালেনের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে ৯৭ বলে সর্বোচ্চ ৬৫ রান করেছেন ১৬ বছর বয়সী হেটমেয়ার। আর ৭ নম্বরে ব্যাট করতে নেমে ৩টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ৩৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন অ্যালেন। এছাড়া কোলম্যান ৩৬ ও গ্যাব্রিয়েল ২৮ রান করেন। বাংলাদেশের পক্ষে জুবায়ের হোসেন তিনটি ও আবু হায়দার দুটি উইকেট নেন। ২৪১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।