মেহেরপুর অফিস: গতকাল রোববার স্থানীয় শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল। মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিত, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত লাল গাঙ্গুলী, মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল পারভেজ। নিশান সাবেরের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা শাখার সহসভাপতি মাহাবুব হাসান ডালিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন। এর আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা শাখার সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।
এদিকে সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন এবং রেস্ট হাউস সূর্য়োদয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাদের সাথে মতবিনিময় করেন।