স্টাফ রিপোর্টার: চার বছর আগের বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যাকাণ্ডের মামলার রায় হবে আগামী ৩০ অক্টোবর। পুরোনো ঢাকার বকশীবাজার আলিয়া মাদরাসার পাশে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের অস্থায়ী এজলাসে যুক্তিতর্ক শুনানির পর রায়ের এ দিন ঠিক করেছেন আদালত। পিলখানায় হত্যামামলায় আসামির সংখ্যা ৮৪৭ জন। এর মধ্যে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুও রয়েছেন। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নিহত হন। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে ইতোমধ্যে শেষ হয়েছে। পিলখানায় হত্যা-লুণ্ঠনের বিচার চলে প্রচলিত আইনে। আসামির সংখ্যা অনেক হওয়ায় আলিয়া মাদরাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের এজলাস বসিয়ে এ বিচার চলছে। রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। নাম বদলের পর এ বাহিনী এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিসেবে পরিচিত।