ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে নুর আলী স্মৃতি ক্যারাম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল রোববার বিকেল ৪টায় ডিঙ্গেদহ বাজারে অনুষ্ঠিত হয়। ক্যারাম প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান নুর আলীর ছোট ভাই শঙ্করচন্দ্র ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের মণ্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, বাবু জোয়ার্দ্দার, বিএনপি নেতা আরিফ হোসেন সোনা, মানিক জোয়ার্দ্দার, রফিকুল ইসলাম, ডিঙ্গেদহ কেজি স্কুলের অধ্যক্ষ আবু সাঈদ, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা। প্রতিযোগিতায় এ গ্রুপে বিল্লাল রুহুল গ্রুপ এবং বি গ্রুপে জুয়েল ফারুক গ্রুপ বিজয়ী হন। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে বিজয়ী পুরস্কার তুলে দেন। এছাড়াও উপস্থিত অতিথি ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে ১টি করে ফলদ গাছের চারা তুলে দেন।