খবর (এক প্রেমিকাসহ তিন প্রেমিক পুলিশের খাঁচায় বন্দি)
তিন প্রেমিকের সঙ্গে হলো
এক প্রেমিকার খাতির,
চুন কালি সব লাগলো মুখে
এই বাঙালি জাতির।
লজ্জা সরম আর কিছু নেই
নাক কেটেছে নারীর,
এর সাথে ও ঘুরে বেড়ায়
নেই সম্মান বাড়ির।
কেউ কারো আর মানছে না গো
সমাজ ডুবে শেষ,
ফাজিল ফাজিল স্টাইল
চলছে আমার দেশ।
-আহাদ আলী মোল্লা