আলমডাঙ্গা ব্যুরো: জেহালা ইউনিয়ন যুবলীগ নেতা হিরালালকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেহালা ইউনিয়ন পরিষদ হলরুমে আওয়ামী লীগ নেতা ফজলুল হককে মারপিটের সূত্র ধরে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, গতকাল রোববার বিকেল ৪টার দিকে জেহালা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ নেতা ফজলুল হককে মারপিট করার ব্যাপারে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে জেহালা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি হিরালালকে বহিষ্কার করা হয়। সভায় সভাপতি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক খাইরুল ইসলাম। উপস্থিত ছিলেন যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, মতিয়ার রহমান, আব্দুল হান্নান, জাহান আলী প্রমুখ।
উল্লেখ্য, ১০ টন টি আর প্রকল্পের চাল আত্মসাতের আর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে বিরোধ ও ফজলুল হককে মারপিট করার জের ধরে হিরালালকে বহিষ্কার করা হয়েছে বলে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে।