কুয়েত প্রবাসী মেহেরপুর মদনা গ্রামের আশরাফুল হকের মর্মান্তিক মৃত্যু

 

আমঝুপি প্রতিনিধি: দেশের মায়া ও পরিবার পরিজন ছেড়ে অর্থের সন্ধানে কুয়েতে গিয়ে লাশ হয়ে ফিরে আসতে হলো মেহেরপুর মদনা গ্রামের আশরাফুল হককে।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের নতুন মদনা গ্রামের আনার উদ্দিনের ছেলে আশরাফুল হক (৪৯) জায়গাজমি বিক্রি করে মধ্যপাচ্য কুয়েত সিটিতে পাড়ি জমান ১০ বছর আগে। সেখানে তিনি এক রেস্টুরেন্টে চাকরি নেন। বেতনও পেতেন ভালো। মাঝে দেশে এসেছেন দু বার। এক বছর আগে দেশে ফিরে মেহেরপুর শহরে বিয়ে করে আবার কুয়েতে চলে যান। থাকতেন কুয়েতের ফরনিয়া শহরে। দেশে আশরাফুলের আব্দুল্লাহ নামে এক পুত্রসন্তান রয়েছে। ৫ভাই ২বোনের মধ্যে আশরাফুল সেজ ছেলে। ঈদুল আজহার ছুটিতে দেশে আসার জন্য বিমানের টিকিটও করেছিলেন। কিন্তু তার আর দেশে ফেরা হলো না। কুয়েত সিটিতেই গত ২৯ সেপ্টেম্বর এক দুর্ঘটনায় তিনি আহত হন। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। এ খবর পরিবারের সদস্যদের মাঝে পৌছলে নেমে আসে শোকের ছায়া। গত শুক্রবার আশরাফুলের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে। জানাজা শেষে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়।