আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে আলমডাঙ্গা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিন তলা একাডেমিকভবন নির্মাণকাজ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, গত ৫ বছরে দেশে যতো উন্নয়ন হয়েছে, দেশ স্বাধীনের পর তা হয়নি। শিক্ষাকে বর্তমান সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথমেই বই তুলে দেয়া হচ্ছে। বিনা বেতনে অধ্যায়নের সুযোগ করে দেয়া হয়েছে। এ প্রথম দেশে একটা শিক্ষা নীতি চালু করেছে সরকার। শিক্ষা ক্ষেত্রে এ সাফল্য ঈর্ষণীয়। চিকিৎসাকেও বর্তমান সরকার ব্যাপক গুরুত্বের সাথে নিয়েছে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে।
আলমডাঙ্গা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, হারদী ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক লিটু বিশ্বাস, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আলমডাঙ্গা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, শেখ আব্দুল জব্বার।
আলমডাঙ্গা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সদস্য আহসান উল্লাহর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম প্রমুখ। শেষে সোয়া ১ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য আলমডাঙ্গা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিন তলা একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।